সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন শিহাব বলেছেন মালেয়শিয়ায় অবস্থানরত গোয়াইনঘাট বাসীর সার্বিক সহযোগিতায় আমি মুগ্ধ, কেননা মালেয়শিয়া বিমান বন্দর থেকে শুরু করে এ পর্যন্ত আমাকে আপনারা যে সহযোগিতা করে যাচ্ছেন তাতে আমি নিজ দেশে আছি এমন মনে হচ্ছে। সত্যিই মালেয়শিয়ায় গোয়াইনঘাট বাসীর কমিউনিটির কারনে আজ এসব সম্ভব হচ্ছে বলে আমি মনে করি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই প্রবাসীদের সেবায় কাজ করে যাবো, তাছাড়া আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও অব্যাহত থাকবে। তিনি সাম্প্রতিক গোয়াইনঘাট এসোসিয়েশন অব মালয়েশিয়া আয়োজিত মালেয়শিয়ার কুয়ালালামপুরস্ত বুকিত বিন্তাং রসনা বিলাস রেস্টুরেন্টে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আমির উদ্দিন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সম্পাদক এম জে কাউসার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন মালেয়শিয়ার সাধারণ সম্পাদক গোয়াইনঘাটের কূতি সন্তান বিশিষ্ট প্রবাসী সংগঠক জনাব আনোয়ার হোসাইন সেলিম ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব এমাদ উদ্দিন চৌধুরী, প্রবাসী সাংবাদিক রায়হান উদ্দিন নয়ন, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আবির, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল আহাদ, সহ সম্পাদক হিমন আহমদ, ইলিয়াস আহমদ, আহমদ লায়েক, শুরুতেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি মামুন আহমদ ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd