সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অনুদানের চেক বিতরনকালে প্রতিপক্ষের হামলার ঘটনায় আহত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
ওসমানীতে আনার পর কেয়া চৌধুরী শংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। তবে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমপি কেয়া চৌধুরীর একান্ত সহকারী মামুন আহমদ জানান- হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অনুদানের চেক বিতরনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার নেতৃত্বে তাঁর উপর হামলা হয়। হামলায় আহত হয়ে কেয়া চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান- হামলাকারীরা কেয়া চৌধুরীর বিরোধী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক- কেয়া চৌধুরী শংকামুক্ত। তাঁর জ্ঞান আছে। ডাকলে তিনি সারা দিচ্ছেন।
কেয়া চৌধুরী আঘাতপ্রাপ্ত নয় দাবী করে মাহবুবুল হক বলেন- সারাদিন টানা প্রোগ্রাম করার কারণে তিনি হয়ত অসুস্থ হয়ে পরেছেন। তবে এখন তিনি পুরো শংকামুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd