সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গতকাল এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত রহিম আলীর স্ত্রী কুহিনুর বেগম (৩৫)। তিনি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসীর ধারণা পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- রবিবার (০৫ নভেম্বর) রাতে কোন এক সময় গৃহবধূ কীটনাশক জাতীয় কিছু পান করেন। এরপর তাকে গতকাল সোমবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে যাওয়ার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয় ইউপি মেম্বার সৈয়দ সাঈদ উদ্দিন প্রতিবেদককে ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে আমি নিহতের বাড়িতে গিয়েছি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করছেন এ ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে, উপজেলার বাঘা ইউনিয়নের তুড়ুকভাগ গ্রামের নয়াবাড়িতে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি ঐ গ্রামের মঈন মিয়ার পুত্র। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, এ ধরনের ঘটনা শুনেছেন তবে কোন অভিযোগ পাননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd