সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
Sharing is caring!
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃৃথক ৪টি অভিযান চালিয়ে বিপুল পরিমান কয়লা ও গরু আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রোববার ভোর রাতে জেলার তাহিরপুর উপজেলার বাদাগাট ইউনিয়নের লাউরগড় বিওপির হাবিলদার মো: ফিরোজ খাঁন এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৯শ কেজি ভারতীয় কয়লা আটক করা হয়। যার মূল্য ২৪ হাজার ৭শ টাকা।
এদিকে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও বিওপির হাবিলদার মো: আ: হালিম এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
অন্যদিকে একই সময়ে একই উপজেলার আশাউড়া বিওপির হাবিলদার মো: আজাহার আলী মঞ্জু এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আশাউড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির নায়েব সুবেদার মো: মানিক মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় কয়লা এবং গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত/মালিকবিহীন অবস্থায় বর্ণিত কয়লা এবং গরু আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে: কর্ণেল মো: নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
………………………..
Design and developed by best-bd