সংসার করা হলো না মেডিকেল শিক্ষার্থী পিয়াসার

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

সংসার করা হলো না মেডিকেল শিক্ষার্থী পিয়াসার

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : আগামী ২৩ জানুয়ারি শ্বশুর বাড়ি যাবার কথা ছিল যশোরের সখিনা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী তনিমা ইয়াসমিন পিয়াসার (২৫)। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। একই দুর্ঘটনায় মারা যান পিয়াসার বড় বোন তানজিলা ইয়াসমিন (২৮) ও ভাবি আফরোজা তাবাসুম তিথি (২৮)।

Manual2 Ad Code

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কের পাশে (আকিজ গলি) একটি প্রাচীর ও বিদ্যুতের খাম্বার সঙ্গে প্রাইভেটকারটি ধাক্কা লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত পিয়াসা যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আলীর মেয়ে। এসময় আহত হন পিয়াসার স্বামী জ্যোতি ও ভাগ্নি মাসিয়াত।

Manual4 Ad Code

পিয়াসার মামা শাহিনুর রহমান জানান, আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তাদের তুলে নেওয়ার কথা। সে জন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। পিয়াসা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখবেন এবং শহর ঘুরবেন। এ কারণে শুক্রবার রাত ১০টার দিকে জ্যোতি তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে বের হন। গাড়িতে পিয়াসার বোন তানজিলা, খালাত ভাইয়ের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী, তার মেয়ে মানিজুর এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন। তারা রাতে আলোকসজ্জা দেখে শহরে তাদের স্বজনদের দাওয়াত দিয়ে রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ফেরার পথে শহরের পুরাতন কসবা শহীদ মসিয়ূর রহমান সড়কের (আকিজের গলি) পাশে থাকা একটি বিল্ডিংয়ের প্রাচীর ও বিদ্যুতের খাম্বায় সজোরে আঘাত করে প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তাসমিম আলম জানান, যশোরের সখিনা মেডিক‌্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী পিয়াসার প্রায় দেড় বছর আগে বিয়ে হয় মোটর পার্টস ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তুলে দেবার কথা ছিল। তাই শুক্রবার রাতে পিয়াসার স্বামী জ্যোতি ভাবি তিথি, পিয়াসার বড় বোন তানজিলাকে নিয়ে আত্নীয় স্বজনদের দাওয়াত করতে বেড় হয়ে দূর্ঘটনার শিকার হন। ঘটনার পরপরই পুলিশ ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে যশোরের আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাবার কিছু সময় পর তারা মারা যান।

আহত জ্যোতি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একই সময় আহত পিয়াসার ভাগ্নি মাসিয়াত হাসপাতালে ভর্তি রয়েছে। তিনিও শঙ্কামুক্ত নন বলে ডাক্তাররা জানিয়েছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..