সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
গোয়াইনঘাটে প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ৩০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত একটায় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস. আই যীশু দত্তর নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেপ্তার করে গোয়াইঘাট থানা পুলিশ। অভিযানে এএসআই রাজীব রায় ও একদল পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল মিয়া (১৮)। সে উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণ ছড়া গ্রামের রুকু মিয়ার ছেলে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশিত অভিযান চলমান আছে। এরই আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd