সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: ফক্স নিউজের সাবেক এক নারী সাংবাদিককে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন সেই সাংবাদিক কোর্টনি ফ্রিয়েল।
ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, কোর্টনি ফ্রিয়েল ‘টুনাইট অ্যাট টেন: কিকিং বুজ অ্যান্ড ব্রেকিং নিউজ’ নামে একটি বই লিখেছেন। বইয়ে তিনি ট্রাম্পের অপ্রত্যাশিত যৌনতার প্রস্তাব নিয়ে মুখ খুলেন।
সেখানে ঐ নারী সাংবাদিক বলেন, ‘ট্রাম্প তাকে তার অফিসে ডেকেছিলেন। আর বলেছিলেন, আমরা দুজন চুমু খেতে পারি।’
কোর্টনি ফ্রিয়েল তার বইয়ে লিখেন, ‘ট্রাম্প ফোন দিলে বলতাম, আমরা দুজন বিবাহিত। এই বলে ফোন কেটে দিতাম।’
কোর্টনি ফ্রিয়েল ট্রাম্পের প্রিয় টিভি শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। ট্রাম্প আয়োজিত মিস ওয়ার্ল্ডের বিচারক হতে চেয়েছিলেন তিনি।
এটি শোনার পর ট্রাম্প তাকে জানান, কোর্টনির বিচারক হওয়া সম্ভব নয়, কারণ তিনি অন্য টিভি নেটওয়ার্কে কাজ করেন।
কোর্টনি ফ্রিয়েল এখন লস অ্যাঞ্জেলেসের কেটিএলএতে কর্মরত আছেন। এবার এই নারী সেই সব নারীদের তালিকায় যুক্ত হলেন যারা ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd