সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নে ভাষাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষিকার নাম রোজিনা বেগম (৩০)।
জানা যায়, মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে দীর্ঘ এক বছর ধরে জমিজমা নিয়ে শিক্ষিকা রোজিনা পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিলো। আব্দুর রহিমসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনার দিন জমি দখল করে এক্সেভেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এসময় নিহতের বড় ভাই নিজাম মিয়া হরুন মিয়া (৪০) বাধা দিলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে একদল শিক্ষিকার ওপর হামলা করেন। হামলার সময় ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম (৩০), হারুন মিয়ার স্ত্রী লুভনা বেগম (৩৫), বোনের জালাল উদ্দিন, (৪৮) বাধা দিলে রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমের ধারালো অস্ত্রের আঘাত করতে থাকে। এ সময় ছোট বোন রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- জালাল উদ্দিন (৪৮), নিজাম মিয়া হরুন মিয়া (৪০), লুভনা বেগম (৩৫)। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করছে। আটকৃতরা হলেন- রহিম মিয়া, মনির মিয়া, মতি মিয়া।
কমলগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াদিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd