সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি: : সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানা কান্দি ইউনিয়নের কৃতি সন্তান তরুন রাজনীতীবীদ মাহাবুব আলম সাজু।
জানা গেছে এর আগে মাহাবুব আলম সাজু গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মাহাবুব আলম সাজু বলেন তাকে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব প্রদান করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য এবং ও শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক করে মহানগর শাখায় ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাহাবুব আলম সাজু
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd