সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রী স্বর্ণা দাস (১৪) এর লাশ ২৭ ঘন্টার পর বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর বিজয় প্রসাদ দেবনাথ বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন। এ সময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় পক্ষে বিএসএফ এবং ইরানী থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, সন্ধ্যা ছয়টায় ভারতীয় পুলিশ আমাদের কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। এ সময় দু’দেশের পুলিশ ও সীমান্তরক্ষী কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। লাশ গ্রহণকালে নিহত স্বর্না দাসের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। থানা পুলিশ লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd