সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় শিশু সন্তানকে (১) হত্যার ঘটনায় মা বিলকিসকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একই মামলায় বিলকিসের প্রেমিক সোলাইমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জামালপুর জেলার গড়পাড়া এলাকার লিচু আকন্দের ছেলে সোলাইমান (২৮)। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস (২০)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লার পশ্চিম নন্দলালপুর নাককাটা বাড়ির শংকর বাবুর চারতলা ভবনের বাউন্ডারির দেওয়ালের ভেতরে দক্ষিণ পাশ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার দুপুরে আদালত এ রায় দেন।
প্রসিকিউটর মাকসুদা আহমেদ জানান, বিলকিসের সঙ্গে সোলায়মানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে তারা দুজনে মিলে মরিয়মকে হত্যা করে মরদেহ গুম করার জন্য লুকিয়ে রাখে। পুলিশ অজ্ঞাত হিসেবে শিশুটির মরদেহ উদ্ধার করে মামলা দায়ের করে। তদন্ত শেষে তারা দুজন এই ঘটনায় জড়িত রয়েছে বলে জবানবন্দি দিয়েছে। সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার দুপুরে আদালত এ রায় দেন। এ ছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd