২৫ ফেব্রুয়ারি কুলাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

২৫ ফেব্রুয়ারি কুলাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

কুলাউড়া সংবাদদাতা: কুলাউড়া উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আগামী শনিবার (২৫ শনিবার) অনুষ্ঠিতব্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩’ শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।

 

প্রদর্শনীকে সফল করতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মোমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মোতাহির আলম চৌধুরী, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদির, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক এএনএম আলম, সাংগঠনিক সম্পাদক আশিষ পাল, খামারি সোলেমান হোসেন, ফখরুল ইসলাম ও রোমেনা পারভীন প্রমুখ।

 

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার তার বক্তব্যে প্রদর্শনীকে প্রাণবন্ত ও সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উপজেলা সদরের এনসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে- প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা।

 

প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোলট্রি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৫০টি স্টল অংশগ্রহণ করবে বলে জানান তিনি।

 

সভায় সরকারি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ প্রশাসনসহ ডেইরি অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ ও উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..