বহিস্কারের দেড় বছর না যেতেই মুকুট উঠলো মুকুট’র মাথায়!

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

বহিস্কারের দেড় বছর না যেতেই মুকুট উঠলো মুকুট’র মাথায়!

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহ করে প্রার্থী হয়েছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির পাশাপাশি দল থেকেও অব্যাহতি দেওয়া হয়। বহিস্কারের দেড় বছর না যেতেই মুকুট উঠলো তার মাথাতেই।

 

সম্মেলন পরবর্তী কাউন্সিলে নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় নূরুল হুদা মুকুটেরই। অবশ্য বিদ্রোহ করে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন মুকুটই। একবার নয় এর আগের দফায়ও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে জয়ের দেখা পেয়েছিলেন মুকুট। টানা দুবার বিদ্রোহের পর শেষমেষ চমক দেখালেন তিনি। এখন তিনিই সুনামগঞ্জ আওয়ামী লীগের দণ্ডমুণ্ডের কর্তা।

 

সম্মেলনকে সামনে রেখে এবার সভাপতি পদে আলোচনায় ছিলেন সর্বশেষ কমিটির সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সর্বশেষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী। তবে গলায় দুইবার বিদ্রোহীর তকমা লাগায় অনেকেই মনে করেছিলেন পদপ্রাপ্তির ক্ষেত্রে নূরুল হুদা মুকুট কিছুটা ব্যাকফুটেই আছেন। কিন্তু দিন শেষে ছক্কা হাঁকিয়েছেন মুকুটই।

 

জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি খায়রুল কবির রুমেন। নির্বাচনে নূরুল হুদা মোটরসাইকেল প্রতীক নিয়ে নৌকার বিপরীতে লড়াইয়ে নামেন। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করায় গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা অনুযায়ী নূরুল হুদাকে ওই সময় সহসভাপতির পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

 

জেলা পরিষদের এর আগের নির্বাচনেও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন নূরুল হুদা মুকুট। তখন দলীয় মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির।

 

দলীয় সূত্রে জানা গেছে, নূরুল হুদা ১৬ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ৭ বছর ধরে জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..