সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
বিনোদন ডেস্ক: নেতা-নেত্রীর ভূমিকায় অনেক অভিনয়শিল্পীকেই সিনেমায় দেখা গেছে। এবার সে তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
‘লোকাল’ নামে একটি সিনেমায় তাকে নেত্রীর ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। এতে তার নায়ক আদর আজাদ।
এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘এর গল্প দারুণ। রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।’
নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ। তবে এটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সেটি নির্মাতা কিংবা নায়িকা কেউই নিশ্চিত করেননি।
………………………..
Design and developed by best-bd