সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মো. দুদ মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ আগস্ট) র্যাব-৯ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান- আমাদের র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতে গণধর্ষণ মামলার আসামি মো. দুদ মিয়া (৩৫)-কে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এ গণধর্ষণ মামলার পলাতক আসামি দুদ মিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মাধবপুর থানায় প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত দুদ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এখতিয়ারপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর পুত্র। তার বিরুদ্ধে মাধবপুর থানায় (মামলা নং-৬/৪৫২ তারিখ- ০৬/১২/২০২১ ইং ধারা- ৩২৩/৩৮০ দঃবিঃ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত/০৩) ৯(৩)/৩০) একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি হয়ে সে পলাতক ছিলো। পরবর্তীতে র্যাব তাকে গ্রেফতার করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd