সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২
এম,এ,মতিন, গোয়াইনঘাট থেকে: জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে।
নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশসকগণ রিটার্নিং কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার-জেলা নির্বাচন অফিসার। এদিকে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা পরিষদের ১০নং ওয়ার্ড গোয়াইনঘাট উপজেলায় জেলা পরিষদ সদস্য পদে হাফ ডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। জনপ্রতিনিধিদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন গোয়াইনঘাট উপজেলার প্রধান আলোচনা হিসাবে হাট-বাজার,অফিস-আদালতসহ ধর্মীয় উপাসনালয়ের ক্যাম্পাসে ও গুঞ্জন শোনা যাচ্ছে। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন । জেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা থেকে সদস্য পদের জন্য এখনো পর্যন্ত হাফ ডজন নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. লুৎফুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয় উপকমিটির সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন।
গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নন্দিরগাঁও,তোয়াকুল ও রুস্তুমপুর ইউনিয়নকে বাহিরে রেখে ৯ টি ইউনিয়ন নিয়ে ঘটন করা হয়েছে জেলা পরিষদের ৫নং ওয়ার্ড। ইউনিয়ন গুলির মধ্যে পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া,পূর্ব আলিরগাঁও, ফতেহপুর, ডৌবাড়ী, পশ্চিম আলীরগাঁও, মধ্য জাফলং ও গোয়াইনঘাট সদর ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের ৩ জনপ্রতিনিধি মিলিয়ে ১২০ ভোট রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd