সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ শিশু হলো একই গ্রামের আব্দুল মালেকের নাতি মো. আব্দুল্লাহ (৪) ও মেয়ে শারীরিক প্রতিবন্ধী রুমা বেগম (১৩)।
জানা যায়, দুপুর ২টার দিকে বাড়ির সবার অগোচরে খালা রুমার সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তাদের বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে দুই শিশুকে পুকুর ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর বাবা ইরফান আলী বলেন, গত তিন দিন আগে আব্দুল্লাহ তার নানা বাড়িতে বেড়াতে যায়। রোববার বিকেলে খবর পেয়ে ছেলে ও শালিকার মরদেহ দেখতে পাই। তবে এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেই।
আব্দুল্লাহর নানা আব্দুল মালেক জানান, মেয়ে ও নাতি সবার অগোচরে পুকুরে গোসল করতে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভাসছে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ভট্টাচার্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd