সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে নগরীর দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম ফাহিম আহমদ (২০)। তিনি ওই এলাকার আসমান আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র দিয়ে ফাহিম নগরের বিভিন্ন এলাকায় পথচারীসহ নিরীহ লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করতো।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মিঞা বলেন, নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই রোধে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফাহিমের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো মতে পিস্তল উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরক করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd