সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ টাকা, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বুধবার (২২ জুন) দিনব্যাপী তিনি (শফিক চৌধুরী) উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে থাকা আশ্রয় কেন্দ্র, আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, টুনু মিয়া বাড়িস্থ আশ্রয়ন কেন্দ্র, শাহ চান্দ শাহ কালু মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, চান্দভরাং মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, সাজিবাড়ি মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, আব্দুল খালিক বাড়িস্থ আশ্রয় কেন্দ্র, চান্দভড়াং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রসহ ইউনিয়নের সবকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শফিক চৌধুরী নিজের ব্যক্তিগত তহবিল রান্না করা খাবার, খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, নগদ টাকা বিতরণ করেন।
এছাড়া গত শনিবার (১৮ জুন) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন এক হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করে হচ্ছে ২৪ ঘন্টার রাজনীতিবীদের উপাধি পাওয়া জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী পক্ষ থেকে এবং বৃহস্পতিবার (২৩ জুন) প্রতিদিন ২ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হবে বলে জানান শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির।
এদিকে বুধবার দুপুরে মহানগর যুবলীগের সাবেক সদস্য জহুরুল ইসলাম চৌধুরী মাছুমের পরিবারের পক্ষ থেকে উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা, শাহবাজপুর ও ধরারাই এর ৪টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেন শফিক চৌধুরী।
দিনব্যাপী রান্না করা খাবার, খাদ্যসামগ্রী, নগদ অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, মহানগর যুবলীগের সাবেক সদস্য জহুরুল ইসলাম চৌধুরী মাছুম, শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার মুহিত চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd