প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো বিএনএ ওসমানী হাসপাতাল শাখা

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো বিএনএ ওসমানী হাসপাতাল শাখা

সিলেট :: বঙ্গবন্ধু তনয়া, ভ্যাকসিন হিরো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-সিওমেকহা সিলেট শাখা।

দিনটি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা ও ভেষজ চারা রোপণ। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)- সিওমেকহা সিলেট শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ও ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মাহবুবুল আলম।

এসময় অতিথিদের নিয়ে বঙ্গকন্যা ও ভ্যাকসিন হিরো শেখ হাসিনার চিত্রখচিত বিশাল আকারের কেক কাটেন বিএনএ’র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও উপ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগম, নার্সিং সুপারভাইজার রুবি রানী সাহা, তৃপ্তি রানী দত্ত, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন বিএনএ’র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, জোবেদা খানম, ভ্রান্তি ভালা দেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক নীলুফা ইয়াসমিন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবদুল খালিক, কার্যকরী সদস্য সুমন দেব, লোকমান আহমদ, সাব্বির আহমদ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বিএনএ’র সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়া অন্যদের মাঝে কর্মসূচিতে অংশ নেন জসিম উদ্দিন, আব্দুল জলিল, গোলাম রব্বানী, পলাশ চন্দ্র, সমীর চন্দ্র দাস, মাসুম আহমদ, আকরাম আহমদ, মোস্তাক আহমদ, আমির উদ্দিন, মাইনুদ্দিন, তারেক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..