তোতা’র বিরুদ্ধে ব্যবস্থার দাবীতে আ’লীগ নেতৃবৃন্দের বরাবরে অভিযোগ দিয়েছেন সাংবাদিকরা

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

তোতা’র বিরুদ্ধে ব্যবস্থার দাবীতে আ’লীগ নেতৃবৃন্দের বরাবরে অভিযোগ দিয়েছেন সাংবাদিকরা

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: জাল টাকার নিউজ করায় সাংবাদিক সমাজকে তোলে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের প্রাননাশের হুমকি ও পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মী মুমিন রশিদকে লাঞ্চিত ও তাহার ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় সীমান্ত এলাকার কুখ্যাত চোরাকারবারী এলাকায় সরকার ও আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্নকারী তোতা মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা।

গত সোমবার রাতে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ নাসির উদ্দিন খানের সাথে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকরা তার তালতলাস্থ কার্যালয় গিয়ে এক সৌজন্যে সাক্ষাৎ করেন। এর আগে ১৪ আগষ্ট তোতা মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারন অধ্যক্ষ সিরাজুল ইসলামকে অনুরুপ অভিযোগ দিয়েছেন স্থানীয় কর্মরত সাংবাদিকরা। সাক্ষাৎকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ নাসির উদ্দিন খানকে তোতা মিয়ার ছোট ভাই আফতাব উদ্দিন জালটাকা কর্তৃক গ্রেফতারের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের প্রাননাশের হুমকি সহ ক্ষয়ক্ষতি সাধন এবং পেশাগত দায়িত্ব পালনকালে বাদশা বাজারে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনাটি অবহিত করেন।

Manual2 Ad Code

সাংবাদিকরা বলেন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ার পর থেকে বেপরোয়া ভাবে তোতা মিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সুরইঘাট সীমান্তবর্র্তী এলাকায় বেপরোয়া ভাবে চোরা চালান সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে। যার কারনে এলাকায় আওয়ামীলীগের ভাবমুতি চরমভাবে ক্ষুন্ন হচেছ। আওয়ামীলীগে অনুপ্রবেশকারী তোতা মিয়া বিভিন্ন সময়ে মাদক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় কয়েকবার সে জেল খাটে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তোতা মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য নাসির উদ্দিন খানের প্রতি দাবী জানান।

সৌজন্যে সাক্ষাৎকালে তিনি স্থানীয় সাংবাদিকদের আশ^স্থ করে বলেন আওয়ামীলীগ সব সময় গণমাধ্যম কর্মীদের সম্মান দিয়ে থাকে এবং সাংবাদিকদের পাশে রয়েছে। দলের নাম ব্যবহার করে সাংবাদিকদের উপর হামলা সহ কেউ অপকর্ম করবে এটা আওয়ামীলীগের আদর্শ পরিপন্থি। তোতা মিয়ার বিষয়টি সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহনের আশ^াস প্রদান করেন এডঃ নাসির উদ্দিন খান। সাক্ষাৎকালে তোতা মিয়ার নানা ধরনের কর্মকান্ড তোলে ধরে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক ও বৃহত্তর জৈন্তিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সদস্য কায়সার আহমদ, কানাইঘাচ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিছবাহুল চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..