সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার দলি হাওরে মাছ ধরতে গিয়ে কবির আহমদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সারীঘাট নয়াখেল দলি হাওরে আব্দুল মালিকের ধান খেতে নিহত কবির আহমদ লাশ পড়ে থাকতে দেখেন তার মা।
নিহত কবির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট ঢুপি গ্রামের হোসেন আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ আগস্ট) রাত ১১ টার দিকে সারীঘাট নয়াখেল দলি হাওরে মাছ ধরতে যান নিহত কবির আহমদ। সে রাতে বাড়ি ফিরে না আসায় তার মা সহ আত্মীয়স্বজন সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে খোঁজা খুঁজি শুরু করেন। এক পর্যায় সকাল ১১টার দিকে সারীঘাট নয়াখেল দলি হাওরে আব্দুল মালিকের ধান খেতে নিহত কবির আহমদ লাশ পড়ে থাকতে দেখে তার মা সহ আত্মীয়স্বজন। স্বজনরা তাকে উদ্ধার করে জৈন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে করেন। স্থানীয়রা ধারণা করছেন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd