সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
ছাতক সংবাদদাতা :: ছাতকে আলোচিত ব্যবসায়ী মোস্তফা আনোয়ার এনাম হত্যাকাণ্ডের ৩ মাস অতিবাহিত হলেও মূল খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে বিচার না পাওয়ার আশঙ্কা করছেন নিহত এনামের পরিবার। এ ঘটনায় গত শুক্রবার বিকালে ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।
এ সময় লিখিত বক্তব্যে মোস্তফা আনোয়ার এনামের স্ত্রী শামীমা আক্তার রানা বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে পাশের বাড়ির দবির মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ১৩ই মে ইফতারের পূর্বে পরিকল্পিতভাবে তার স্বামী মোস্তফা আনোয়ার এনামের ওপর নোংরা পানি ছিটিয়ে বিতর্কের সৃষ্টি করে প্রতিপক্ষ।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের নিজ ঘরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার স্বামী এনামকে। পরে ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০শে মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় এনামের ছোট ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে দবির মিয়াকে প্রধান করে রাকিব মিয়া, কবির মিয়া, সিহাব মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে ২ কন্যাকে নিয়ে নিহতের স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি বলেন, আসামি পক্ষের লোকজন পুলিশের সঙ্গে সখ্যতা করে তাদের ওপর পরপর ২টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই আতিকের রহস্যজনক আচরণে তিনি সন্তানদের নিয়ে অসহায় জীবনযাপন করছেন। পুলিশের ভূমিকায় তারা মামলার ভবিষ্যত নিয়েও শঙ্কিত। এ
সময় স্থানীয় আব্দুল মমিন চৌধুরী, আমির আলী, এডভোকেট ছালাম, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, নিহত এনামের মা রাবেয়া খাতুন, ভাই মোস্তফা দিলোয়ার পারভেজ, মোস্তফা জুবায়ের, কন্যা তাওহিদা ও এশা, স্থানীয় কাউসার চিস্তি, গোলাম মোস্তফা, জুয়েল মিয়া, মোজাম্মেল হোসেন, আব্দাল মিয়া, সালাউদ্দিন, রিপন মিয়া, রাজন মিয়া, তাজিম হোসেনসহ লোকজন উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd