সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নায়িকা বানানোর কথা বলে প্রায় দেড় বছর আগে দৌলতদিয়া যৌন পল্লীতে তাকে বিক্রি করে দেয়া হয়।
উদ্ধারকৃত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা (আবুলের বাড়ির ভাড়াটিয়া) সাত্তার শেখের মেয়ে রিতা বেগম (২৭) ও তার স্বামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বিদ্যুৎপাড়া এলাকার সামছুল আলমের ছেলে সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীর বাবা একজন দরিদ্র ভ্যান চালক, তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এমতাবস্থায় অতি কষ্টে তাদের সংসার চলত। প্রায় ৭বছর পূর্বে হেমায়েতপুরের কানারচর এলাকায় তাহার বিয়ে হয়। স্বামীর বাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের সাথে পরিচয় হয়। উক্ত ব্যক্তি তাহাকে প্রায়ই নায়িকা বানানোর প্রলোভন দেখাত।
এর সূত্র ধরে ওই অজ্ঞাতনামা যুবক তাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে শুটিংয়ের কথা বলে গত বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে রিতা বেগম ও সোহেল রানার নিকট ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন।
এ সময় আসামী রিতা বেগম ও সোহেল রানা তাহার নিকট থেকে মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে একাধিক পুরুষের সাথে টাকার বিনিময়ে পতিতাবৃত্তিতে বাধ্য করেন এবং বাইরে যাতে যেতে না পারে সে জন্য ঘরের মধ্যে শিকল দিয়ে আটকে রাখে।
শুক্রবার তার নিকট একজন খরিদ্দার আসলে তাকে ঘটনাটি খুলে বলেন ওই নারী। এরপর তাহার নিকট থেকে সে মোবাইল নিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধারের জন্য সহায়তা চান। এর কিছুক্ষণ পরেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং আসামীদ্বয়কে গ্রেপ্তার করে
থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, উদ্ধার হওয়া নারী বাদী হয়ে রিতা বেগম, সোহেল রানা ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামীদ্বয়কে শনিবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd