সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
————সাজেদা আক্তার রানী
আশায় বাসা বেঁধে আছি
কতো কথা বুকে,
বলবো আমি নিঝুম রাতে
দুটি মনের সুখে।
আপন করে দেখতে তোমায়
নিত্য প্রহর গুনি,
তোমার দেওয়া স্বপ্ন গুলো
আমার হৃদয়ে বুনি।
আমার তোমার চাওয়া পাওয়া
হয় না যেন ভিন্ন,
তোমার জন্য অনেক কিছু
করতে পারি ছিন্ন।
হৃদয় মাঝে তোমার ছবি
নিত্য নাড়ে মোরে,
কথা দাও প্রাণ বন্ধু
যাবে না তো দূরে।
তোমার দেয়া কথার মালায়
আমি বেঁচে রই,
কল্পনাতে মন যে হারাই
বন্ধু তুমি কই।
………………………..
Design and developed by best-bd