সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ৪৭ হাজার ৫ শত টাকার জাল নোট নিয়ে গ্রেফতারকৃত উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র আফতাব উদ্দিনকে ২ দিনের রিমান্ডে এনেছে কানাইঘাট থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই পিযুষ চন্দ্র সিংহ জাল টাকার পিছনে কারা কারা জড়িত রয়েছে তার অধিকতর তদন্তের স্বার্থে সিলেটের বিজ্ঞ আদালতে সম্প্রতি গ্রেফতারকৃত আফতাব উদ্দিনের ৭দিনের পুলিশ রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার তাকে জেল হাজত থেকে থানায় নিয়ে আসা হয়। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম স্থানীয় সাংবাদিকদের জানান জাল টাকার ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোন ধরণের ছাড় দেওয়া হবে না। এই চক্রের সাথে কানাইঘাটে যারা জড়িত রয়েছে তাদের খুজে বের করতে পুলিশ তৎপর রয়েছে এবং তাদের মুল হোতাদের চিহিৃত করা হবে।
এদিকে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান পৃথক ভাবে জানিয়েছেন বর্তমান সরকার চোরাচালান, মাদক ও জাল টাকার ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছে। এ ঘটনার সাথে জড়িত মুল হোতাদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য গত ২৭ জুলাই আফতার উদ্দিন পূবালী ব্যাংক কানাইঘাট শাখায় ৩ লক্ষ টাকা জমা দিতে যায়। সে অনলাইনের মাধ্যমে সিলেটের আলতা মিয়া নামের জৈনক এক ব্যাক্তির হিসাব নাম্বারে এ টাকাগুলো জমা করতে চেয়েছিল। উক্ত টাকাগুলোর মধ্যে ৪৭ হাজার ৫’শ টাকার জাল নোট ছিল। সেই অপরাধে পূবালী ব্যাংক লিমিটেড কানাইঘাট শাখার ব্যাবস্থাপক মাহফুজুল হক বাদী হয়ে আফতাব উদ্দিনের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত মামলায় অধিকতর তদন্তের জন্য তাকে পুলিশি রিমান্ডে নিয়ে আসা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd