সিলেটে ক্ষুধার্তদের মাঝে শিউলির খাবার বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

সিলেটে ক্ষুধার্তদের মাঝে শিউলির খাবার বিতরণ অব্যাহত

সিলেট :: সিলেট নগরীর অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেছেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এবং দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের সিলেট জেলা কমিটির আহ্বায়ক শিউলি আক্তার।

চলমান কঠোর লকডাউনে প্রতিদিনের ন্যায় বুধবার রাতের নগরীর রেলস্টেশন এলাকায় প্রায় শতাধিক অসহায় ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সেই সাথে যাদের মুখে মাস্ক নেই তাদের মুখে মাস্ক পড়িয়ে দেন তিনি নিজে।

শিউলি আক্তার গত ২৩ জুলাই থেকে শুরু করেছেন এ খাবার সামগ্রী বিতরণের কার্যক্রম। এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। যতো দিন পর্যন্ত লকডাউন চলবে ঠিক ততদিন তিনি এসকল মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করবেন।

শিউলি আক্তারের সৎ ইচ্ছা ও মানুষকে সেবা করার আন্তরিক লক্ষ্য সব বাধা দূর করে দেয়।দিনের আলোতে খাবার সংগ্রহ শেষে সেই খাবারগুলি পৌঁছে দেয়া শুরু হয় অসহায়, ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে। তিনি নিজের টাকা দিয়ে এসকল খাবার সংগ্রহ করেন। তিনবেলা না পারলেও অনন্ত একবেলা ভালো খাবার পৌঁছে দেয়ার মাঝেই তিনি স্বর্গীয় আনন্দ খুজে পান।

যাদের মাঝে খাবার বিতরণ করছেন শিউলি আক্তার, প্রতিবন্ধী, মানুষিক ভারসাম্যহীন মানুষ, যারা আগে অধিকাংশ সময়ই ক্ষুধার তাড়নায় রাস্তায় ঘুরে বেড়াত, রেলষ্টেশনে পড়ে থাকত।কিন্ত তিনি রাতের বেলাতে ঘুরে ঘুরে ওই সব মানুষকে খুঁজে খাবার সরবরাহ করেন। খাবারের তালিকায় রয়েছে কেক, কলা, বিস্কুট, বিরানী, ভোনা খিচুড়ি সহ বেশ কয়েকটি আইটেম।

শিউলি আক্তার বলেন, এই সহায় মানুষগুলো কথা যখন মনে পড়ে তখন আর বাসায় থাকতে পারি না। তাদের জন্য আমার একটা ভালোবাসা তৈরী হয়েছে। আমি অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট দেখে নিজের টাকায় চলতি লকডাউনের শুরু থেকে এসকল মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাবার সামগ্রী বিতরণ করছি এবং অব্যহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..