সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে সাম্প্রতিক সময়ে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটে যাওয়ার পর অবশেষে ওসি একেএম মিজানুল হককে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমানকে।
রোববার গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত পদায়ন সংক্রান্ত এক আদেশ জারি করেন। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে। আদেশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হককে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
অপরদিকে একই আদেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমানকে অফিসার ইনচার্জ (ওসি) কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন একেএম মিজানুল হক।
জানা গেছে, পুলিশ পরিদর্শক আনিসুর রহমান এর পূর্বে টাঙ্গাইলের দেলদুয়ার ও সখীপুর থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিএস) টাঙ্গাইলে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। ২০১১ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার নিজ জেলা নড়াইল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd