সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে মাদক সহ ২জনকে আটক করেছে পুলিশ। ৩০ মে রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারিকাটা ইউপির সরুখেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি পূর্বাংশ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রফিকুর রহমান (৪৫) একই ইউনিয়নের চিকনাগুল পূর্ব সাতজনি গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ মাসুক আহমদ (৩৫)৷
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী সিন্ডিকেটের একটি চক্র মাদক সামগ্রী পাঁচার করে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযার পরিচালনা করে তাদের আটক করে। এসময় ভারতীয় এ্যামফিটামিন জাতীয় ২৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি প্লাষ্টিকের বোতলে ভর্তি ৩০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd