সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ আইনশৃঙ্খলা ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। ২৯ মে (শনিবার) মধ্যরাতে পুলিশ পরিদর্শক নি: সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি কোম্পানীগঞ্জ উপজেলা বড় বর্ণি পূর্ব পাড়ার আফতাব মিয়ার ছেলে মােঃ তারেক আহমদ ( ২৮)।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মােবাইল ফোনে অবহিত করিয়া তাহাদের নির্দেশে সঙ্গীয় অফিসার ও ফোর্সগনসহ সরকারী গাড়ী যােগে গােয়াইনঘাট থানাধীন ৭ নং নন্দিরগাও ইউ / পির অন্তর্গত সুন্দ্রাগাঁও গ্রামের ফারুক মিয়া বাড়ীর পশ্চিম পার্শ্বে কোম্পানীগঞ্জ গামী রােডে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সঙ্গীয় এ এস আই মেহেরুল ও ফোর্সের সহায়তায় তাহাকে উক্ত স্থানেই আটক করা হয়।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করিলে সে সঠিক উত্তর দিতে পারে নাই । জিজ্ঞাসাবাদে একপর্যায়ে দেহ তল্লাশী করা কালে তাহার পরিহিত চেক লুঙ্গীর কোচের ডান পার্শ্বে হইতে আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে একটি নীল রংয়ের পলিথিনের ছােট টুকরা দ্বারা মােড়ানাে ভিতরে রক্ষিত ৬০ পিস হালকা গােলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং প্রতিটির গায়ে ইংরেজিতে WY লেখা আছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd