সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলার বাদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। তবে তারও আগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মন্ত্রণালয়ের ভেতরে রোজিনা ইসলামকে আটকে রাখার, তাকে সেখান থেকে পুলিশের গাড়িতে তোলার স্থিরচিত্র এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে একজন নারী রোজিনা ইসলামের গলা হাত দিয়ে চেপে ধরেছেন। ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত রুঢ় এবং মারমুখী আচরণ তার রোজিনা ইসলামের সঙ্গে।
প্রশ্ন উঠেছে কে এই নারী। পরিচয় জানতে গিয়ে জানা যায়, তিনি স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত, নাম কাজী জেবুন্নেছা বেগম।
সাংবাদিক প্রণব সাহা গলা চেপে ধরার ছবিটি শেয়ার করে লিখেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ নতুন কিছু নয়। সবাই চান সংবাদমাধ্যম ‘আমার’ পক্ষে থাকবে। অনেকে থাকেও হয়তো। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করার সময় গলা টিপে একজন সাংবাদিককে হত্যার চেষ্টা, তা মেনে নেবো না। অসুস্থ রোজিনার চিকিৎসা সবার আগে হতে হবে। আরও দাবি মামলার আগে আটকে রেখে হত্যা চেষ্টার বিচার চাই।
সাংবাদিক মুন্নী সাহা লিখেছেন, কার গলা চাপলেন? মনে রাখুন। রোজিনারা একা নন… গলা চাপলেও ভালো সাংবাদিকতা গলা ছাড়ে। আরও জোরে।
সাংবাদিক মানষ ঘোষ ছবিটি শেয়ার করে লিখেছেন, অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি রোজিনা ইসলামকে হত্যা চেষ্টার মামলা হোক।
এ বিষয়ে কাজী জেবুন্নেছার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি একবার ফোন ধরে হ্যালো বলেই কেটে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল লিখেছেন, রোজিনার গলা চেপে ধরে সেই অতিরিক্ত সচিব হত্যা প্রচেষ্টার অপরাধ করেছে। তার সহযোগীরা রংটুল কনফাইনমেন্ট করেছে। শুধু রোজিনার মুক্তি নয়, এদের বিচারের দাবি আমাদের সবার করা উচিত।
হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ লিখেছেন, রাতের মধ্যেই সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দেওয়া হোক। সেই সঙ্গে ন্যক্কারজনক ও অমানবিকভাবে সাংবাদিক নিপীড়নকারী স্বাস্থ্যসচিব ও অতিরিক্ত সচিবসহ সব কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করা হোক।
কাজী জেবুন্নেছার বিষয়ে ফেসবুকে সাংবাদিক রাশেদ কাঞ্চন লিখেছেন, এই মাত্র জানলাম, এই মহিলার কানাডায় তিনটি, পূর্ব লন্ডনে একটি এবং ঢাকায় চারটি বাড়ি, গাজীপুরে ২১ বিঘা জমি রয়েছে। এছাড়াও নামে বেনামে আছে ৮০ কোটি টাকার এফডিআর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd