সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে হেরোইন ও একটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
আটক ব্যক্তির নাম জাকিরুল আলম জাকির (৪১)। সে মোগলাবাজার থানার কুচাই এলাকার সাজ্জাদ আলীরপুত্র। জাকিরুল আলম জাকির একজন শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
তবে জাকিরের ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক’ উল্লেখ করেছেন।
রোববার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল।
এসময় আটক ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া ওফিসার ওবাইন।
আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd