সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, মে ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে সিলেটে বিপাকে পড়া কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের লকডাউন চলাকালে দ্বিতীয়বারের মতো সিলেটের বিভিন্ন পেশার প্রায় সাড়ে ৩ শ মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া হয়েছে নগদ অর্থ।
শনিবার (১ মে) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহারের এ টাকা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্নব এক বিজ্ঞপ্তিতে জানান, চলমান লকডাউনে সিলেট মহানগর ও সকল উপজেলাগুলোতে কর্মহীন হয়ে পড়া মোটর মেকানিক, রিকশা চালক ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শনিবার ৩ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে গত ২৮ এপ্রিল গণপরিবহন শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ঠেলাচালক, রেস্টুরেন্টকর্মী, সেলুনকর্মী, চা-স্টল কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ৩২৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩ লক্ষ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য পেশার লোকদেরও এভাবে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd