সিলেটের পাথর কোয়ারীগুলো খুলে দেয়ার দাবিতে জনতার আর্তনাদ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

সিলেটের পাথর কোয়ারীগুলো খুলে দেয়ার দাবিতে জনতার আর্তনাদ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারিগুলো দীর্ঘ একবৎসর যাবৎ বন্ধ রয়েছে। যে কোয়ারিগুলোতে লক্ষ লক্ষ শ্রমিক ও পাথর ব্যবসায়ীরা সরাসরি জড়িত। এসকল উপজেলায় বিকল্প কোন কর্মসংস্থান না থাকায় পাথরের সাথে সংশ্লিষ্ট সকলেই চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন।

বেশ কয়েকদিন থেকে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন ব্যবসায়ীরা। এবার হাজারো জনতা ভাতের থালা হাতে নিয়ে মাঠে নেমেছেন কোয়ারী খুলার দাবিতে। তাদের দাবি “ভাত দে না হয় কর্মসংস্থান খুলে দে”।

Manual5 Ad Code

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জউপজেলার পূর্ব ইসলামপুরের দয়ার বাজারে এ কর্মসূচি পালন করেন হাজারো শ্রমিক জনতা। কর্মসূচি থেকে জনতার একটাই বাদি উত্থাপিত হয় “পাথর কোয়ারী সচল চাই শ্রমিকের কর্ম চাই”।

Manual5 Ad Code

এ সময় শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশার কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্না জড়িত কন্ঠে তারা বলেন, দীর্ঘ ছয় মাস থেকে পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে আমরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছি। পাথর কোয়ারী যদি খুলে দেয়া হয় তাহলে আমরা দু’বেলা দুমুঠো ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন সকল পাথর কোয়ারী খুলে দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য দু’বেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করবেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..