বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসার স্থান নেই: গোয়াইনঘাটে কামরুল হুদা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসার স্থান নেই: গোয়াইনঘাটে কামরুল হুদা

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে ঠিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।

Manual1 Ad Code

শক্তিশালী তৃনমূল ছাড়া দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে ত্যাগী ও সক্রিয়দের সমন্বয়ে শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে।

সিলেটের প্রতিটি শাখায় দলকে সুসংগঠিত করতে আমাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি রবিবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি আয়োজিত গুরকছি উচ্চবিদ্যালয় মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির , আলী আহমদ, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুল হক চৌধুরী , এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিএনপি নেতা ও জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম শাহপরান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, খালেদ আহমদ, মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, জেলা বিএনপি নেতা এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট নুর আহমদ, সাবেক ইউপি সদস্য ওসমান গনী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান প্রমূখ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..