ছাতক প্রতিনিধি :: ছাতকে একই রাতে ৫টি বসতঘরে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা স্ব স্ব ঘরে ঢুকে ৫টি এন্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৫০হাজার টাকা মূল্যের ৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। বুধবার দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চিকনিকান্দি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চিকনিকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র আসকির আলী, খতিব উল্লাহ’র পুত্র নুরুল আমিন, মৃত আব্দুল জব্বারের পুত্র প্রবাসী হিরন মিয়া, মৃত হানিফ আলীর পুত্র সমাদ মিয়া ও মৃত আসকন্দর আলীর পুত্র নিজাম উদ্দিনের বসতঘরে হানা দেয় চোরেরা।
স্ব স্ব ঘরের বেড়া কেটে ও দরজা খুলে ভেতরে প্রবেশ করে আসকির আলীর ১টি, নুরুল আমিনের ২টি, প্রবাসী হিরন মিয়ার ১টি, সমাদ মিয়ার ১টি ও নিজাম উদ্দিনের ২টিসহ প্রায় ৫০হাজার টাকা মূল্যের ৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একই রাতে পৃথক ৫টি বসতঘরে চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Sharing is caring!