ওসমানীনগরের খাদিমপুরে খেলার মাঠ দখলের চেষ্টা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

ওসমানীনগরের খাদিমপুরে খেলার মাঠ দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার :: ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের খেলার মাঠ দখলের চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালী হিরা মিয়া। তিনি ওই গ্রামের জমসেদ উল­াহর পুত্র। এ ঘটনায় গ্রামে উত্তপ্ত বিরাজ করলে সকাল ১১টায় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়- খাদিমপুর গ্রামে প্রায় ২০ বিঘা জমি নিয়ে শতবর্ষ পুরনো একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে যুক্তরাজ্য প্রবাসী হিরা মিয়ার কিছু জায়গা রয়েছে। এ সুযোগে হিরা মিয়া আজ রোববার ভোর আনুমানিক ৪টার দিকে তার পালিত গুন্ডা বাহিনী নিয়ে পুরো মাঠ দখলের চেষ্টা করে। গ্রামের কিছু ব্যক্তিদের সহায়তায় যুক্তরাজ্য প্রবাসী হিরা মিয়া মাঠ দখলের চেষ্টা করলে স্থানীয়রা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা হওয়ায় সকাল ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান- হিরা মিয়া এলাকার প্রভাবশালী হওয়ায় অর্থের প্রভাব খাটিয়ে মাঠ দখলের চেষ্টা করে আসছে। রোববার ভোরে স্থানীয় কয়েকজন ভূমিখেকোদের সহায়তায় মাঠ দখলের চেষ্টা করলে স্থানীয়রা এর এর প্রতিবাদ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার সুজিত বলেন, খাদিমপুর গ্রামে মাঠ নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। গ্রামের এক পক্ষ মাঠটি রাখতে চাইছিলো, আরেকটি পক্ষ মাঠ থেকে তাদের জমি আলাদা করতে চাইছিলো। পরে পুলিশ সেখানে গিয়ে দু’পক্ষের মধ্যে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে হিরা মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..