সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুত্রবধূর লাঠির আঘাতে সৈইফ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সৈইফ উদ্দিন উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে। সোহেনা নিহত সৈইফ উদ্দিনের ছেলে শফিক নূরের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেনার সঙ্গে তার বড় জার (স্বামীর ভাইয়ের স্ত্রী) বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া চলে আসছিল। শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে শনিবার ভোরে সোহেনা বাড়ির পাশে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় সোহেনা লাঠি দিয়ে তার মাথা ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সোহেনা বেগমকে আটক করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd