সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
হবিগঞ্জ সংবাদদা :: হবিগঞ্জে একটি অনুষ্টানে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আসরাফুল আলম (হিরো আলম) ঝাকঝমক ভাবে দর্শকদের মধ্যে বিনোদন উপহার দিয়ে মানুষকে মুগ্ধ করলেন তিনি।
হবিগঞ্জের শাহজিবাজার ফতেহগাজী ওরস উপলক্ষে যাদু প্রদর্শনী ও বিনোদন অনুষ্টানে গতকাল (১৪ ডিসেম্বর) শনিবার হিরো আলম ও মডেল কন্যা নুসরাত জাহান ঝুমু আসেন। তাদের সাথে রয়েছেন যাদু শিল্পী আজিজ। তাদের এই অনুষ্টান বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে।
ওই অনুষ্টানে গতকাল তারা নাচ গানের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। আজ দ্বীয় দিনের মতো ১৫ ডিসেম্বর রোববার ফতেহগাজী ওরস উপলক্ষে একই স্থানে দর্শকদের বিনোদন উপহার দিচ্ছেন তারা।
তাদের সাথে আরও অনেক মডেলরা রয়েছেন। এখানে তারা টানা দুই দিন রোববার রাতে অনুষ্টান শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানিয়েছেন হিরো আলম।
হিরো আলম বলেন, আমি সর্বদা চাই আমার সাধ্য মতো মানুষকে বিনোদন উপহার দিতে। বিদায় হবিগঞ্জের এই অনষ্টানে আসতে পেরে নিজেকে বেশ আনন্দিত মনে করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd