সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আনমুনু গ্রামে জমি সংক্রান্ত বিরুধে লোকনাথ মন্দিরের পুরোহিত হরেকৃষ্ণ গোস্বামী গলা কেটে হত্যা করেছে একই এলাকার কয়েকজন যুবক। গত ১০ ডিসেম্বর রাত অনুমান ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আনমুনু গ্রামের রহিব উদ্দিন প্রায় ১৪ বছর পূর্বে একই গ্রামের হরেকৃষ্ণ গোস্বামীর নিকট ৫ একর জায়গা দান করেন। মুলত এই জায়গা সংক্রান্ত বিরোধের কারণেই রহিব উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম মেহেদী সহ কয়েকজন ঘটনার দিন রাত্রে হরেকৃষ্ণ গোস্বামীকে লোকনাথ মন্দির হইতে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করিলে তিনি বাধা দেন এবং একপর্যায়ে তারা তাকে গলা কেটে হত্যা করে। ইতিমধ্যে ঘটনার বিষয়ে নবীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন ১। মহিদুল ইসলাম মেহেদী, ২। আলাম আহমদ, ৩। মাহদি মিয়া সহ অজ্ঞাতনামা ৩-৪ জন। ঘটনার বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক এবং এ বিষয় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd