সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
এনামুল হাসান, জকিগঞ্জ :: সিলেটের জকিগঞ্জে রহস্যজনক আগুনে দগ্ধ হওয়া গৃহবধু জুলফা ইয়াসমিন মৌসুমী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বরে) ভোর ৫টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের প্লাস্টিক সার্জারীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রোববার (৮ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার পশ্চিম গোটারগ্রামের মোকাম বাড়িতে স্বামীর বাড়ির বাথরুমে রহস্যজনক আগুনে জুলফা আক্তার মৌসুমী দগ্ধ হন।
তাৎক্ষণিক তাকে আশঙ্কাজনক অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২দিন চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।
জানা যায়, ২০১৬ সালের ১২ অক্টোবর জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের দেবোত্তর গ্রামের আব্দুল জলিল (জলু মিয়া)’র বড় মেয়ে জুলফা ইয়াসমিন মৌসুমী (২২) কে একই উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রামের মোকাম বাড়ির মৃত গিয়াস উদ্দিন (সোহাগ মিয়া)’র ছেলে আব্দুল মুমিত মাহিন (২৭) পারিবারিকভাবে বিয়ে করেন।
এদিকে বিয়ের পর ৩ বছরের অধিক সময় পার হলেও ওই গৃহবধুর কোন সন্তান জন্ম না হওয়াসহ নানা বিষয়াদী নিয়ে পারিবারিকভাবে ঝড়ঝাটি লেগে থাকতো বলে অভিযোগ করেন গৃহবধূ মৌসুমীর মামা ফজল আহমদ। তিনি বলেন, ঘটনার রাতেই তাঁর ভাগনীর সাথে স্বামীসহ পরিবারের সদস্যরা ঝগড়া করেছেন। মৌসুমীর বাবা এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে মৌসুমীর চাচাতো ভাশুড় মাওলানা আবুল হোসেন বলেন, মাহিন ও মৌসুমীর সংসার খুবই সুন্দরভাবে চলছিল। রোববার দিবাগত রাতে মৌসুমী বাথরুমে গেলে আকষ্মিকভাবে দগ্ধ হন। তিনি বলেন, মৌসুমী দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আমাদের জানিয়েছে, সে বাথরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ আগুনের কুন্ডলি তার শরীরে লাগে। তখন সে আশপাশে কাউকে দেখতে পায়নি।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসেরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে থানার ওসি (তদন্ত) সুশংকর পালসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd