সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: নতুন সড়ক পরিবহন আইনে সিলেটে মামলা দায়ের শুরু করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু করে। আইন কার্যকরের একমাস পর প্রথমদিন সোমবার বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়। মামলা শুরুর আগে গত একমাস ধরে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচারণার চালায় সিলেটের ট্রাফিক বিভাগ।
সোমবার থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা রেজিস্ট্রেশনবিহীন যান, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন। প্রথমদিন সিলেট মেট্রোপলিটন এলাকায় যানবাহনের চালকের বিরুদ্ধে দায়ের করা ৪০টি মামলার মধ্যে মোটরসাইকেলের চালকের সংখ্যাই বেশি বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) বি. আমিন জানান, ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার কথা ছিল। তবে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এক মাসেরও বেশি সময় দেওয়া হয়। এখন থেকে আইন কার্যকর হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd