সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আওয়ামী লীগের সম্মেলনে তিন চিত্রসাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার নগরীর আলিয়া মাদরাসা মাঠে এ সম্মেলন হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের সম্মেলনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকরা। একপর্যায়ে পৃথকভাবে তিন চিত্রসাংবাদিক অসুস্থ হয়ে পড়েন।
তারা হলেন- সিলেট মিরর পত্রিকার চিত্রসাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম, বাংলাভিশন টিভির ক্যামেরাপার্সন টিটু তালুকদার ও শুভ প্রতিদিন পত্রিকার চিত্রসাংবাদিক সবুজ মিয়া।
অসুস্থ হয়ে পড়া এসব সাংবাদিকদের প্রাথমিক সেবা প্রদান করেন সাথে থাকা অন্য সহকর্মীরা। পরে তাদেরকে সম্মেলনস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, সকাল থেকে দায়িত্ব পালন ও গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd