সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শাহপরান থানা এলাকার শিবগঞ্জ সেনপাড়া পুস্পায়ন ১৯ নং বাসার সামনে থেকে দৈনিক শ্যামল সিলেট ও সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য রেজারুবেল এর মোটরসাইকেলটি চুরি হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহানগর পুলিশের শাহপরান থানাসহ কোতোয়ালি থানার পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক সন্ধান তৎপরতা চালিয়েও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো খোঁজ পায়নি।
এ ঘটনায় রাতে মহানগর পুলিশের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। ডায়রি নং ২২৮ তারিখ ০৫/১২/২০১৯ ইং।রেজারুবেল জানান, রাত আনুমানিক ৯ টার দিকে নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন ১৯ নং বাসায় ভিতরে যান। তিনি তাঁর কালো রঙের ১০০ সিসি হিরো হোন্ডা ফেশন প্র মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-হ-২৪/৫৭৪৫ ) তালা দিয়ে বাসার গেইটে রেখে যান। বাসা থেকে বের হয়ে দেখেন তাঁর মোটরসাইকেল নেই।
সিলেট মেট্রো পলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার( মিডিয়া) জিদান আল-মুসা জানান,নগরের বিভিন্ন নিরাপত্তাচৌকিতে মোটরসাইকেলের বিবরণসহ তথ্য পাঠানো হয়েছে।পুলিশ চেষ্টা করছ। মোটর সাইকেলটি উদ্ধারের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd