সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাল পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের সময় ফাতেমাতুজ জহুরা (২১) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটককৃত ফাতেমাতুজ জহুরা ট্যাংখালি রোহিঙ্গা ক্যাম্প-১৯ টেকনাফের বসবাসকারী হলেও তার পাসপোর্টে ঠিকানা দেয়া হয়েছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভাণ্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস ও বিজিবির চেকপোস্টে এন্ট্রি না করে কৌশলে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। আগমনের সময় তার বহিরগমনের রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় যে, কম্পিউটারে তার কোনো তথ্য লিপিবদ্ধ করা নেই।
আটককৃত ফাতেমাতুজ জহুরা জানান, সে টেকনাফের ট্যাংখালির নুর আলমের মেয়ে। তার আসল নাম রোজিনা (২১)। সে লালমনিরহাট থেকে এই পাসপোর্ট করেছে।
মঙ্গলবার রাতেই দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই জিয়াউল হক বাদী হয়ে ভুয়া পাসপোর্ট তৈরি পেনাল কোর্ড আইনে মামলা দায়ের করে তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd