সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:47 PM, December 3, 2019
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সে সময় গুরুতর আহত কামরুল ইসলাম (১৮) নামের এক যুবক ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ পিতাপুত্রসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ থানার নাজির বাজারের ধর্মদা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র মো: ফজর আলী (৫৫), তার ছেলে মো : আব্দুস সামাদ আশরাফ (২৫), মো: সুয়েব মিয়া (২১) ও মো: লায়েক আহমদ (১৮)।
মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার নাজিরবাজারের জনাব আলীর বাড়ির ভাড়াটিয়া বাবুলের ভায়রা সালাউদ্দিনের মাধ্যমে ৪ থেকে ৫ মাস পূর্বে ফজর আলীর মেজো ছেলে আল আমিনকে কাতার পাঠানো হয়। সেখানে তার কাজ ও ভিসা নিয়ে মনোমালিন্য দেখা দেয়।
তার সূত্রধরে গত ১ ডিসেম্বর নাজিরবাজার জবান আলীর মালিকানাধীন বাসায় দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে কামরুল ইসলাম আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভোরে সে মারা যায়। কামরুলের পিতা বাবুল মিয়া বাদি হয়ে ৩০২/৩৪ দ্বারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। মামলা নং-২।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, মামলার প্রেক্ষিতে এসআই লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশ আসামীদের আটক করে আদালতে প্রেরণ করে।
………………………..
Design and developed by best-bd