সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি :: অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কানাইঘাট সার্কেল অফিসের শুভ উদ্বোধন করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
মঙ্গলবার রাত ৭টায় জৈন্তাপুর মডেল থানা থেকে স্থানান্তরিত কানাইঘাটঘাট পুরাতন থানায় সার্কেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন সরকার জনগণের দূরগোড়ায় পুলিশের সেবা পৌছে দিতে বদ্ধ পরিকর। তারই অংশ হিসাবে পুলিশের সেবার পরিধি আরো বৃদ্ধির লক্ষ্যে কানাইঘাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সার্কেল অফিসের কার্যক্রম আজ থেকে এখানে শুরু হচ্ছে। সার্কেল অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে মামলা মোকদ্দমা সহ পুলিশের সমস্ত সেবা কার্যক্রম আরো বিকাশিত হবে। পাশাপাশি অপরাধ মূলক কর্মকান্ড দমন এবং সালিশযোগ্য অভাব অভিযোগ কমিউনিটি পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সার্কেল অফিসের পুলিশ কর্মকর্তাদের উদ্যোগ ও নিষ্পত্তির মাধ্যমে কানাইঘাটবাসীর পুলিশের অধিকতর সেবার দ্বার আরো উন্মোচিত হবে এবং ভোক্তভোগী জনসাধারণ তাদের অভাব অভিযোগের কথা এখানে তোলে ধরতে পারবেন। পুলিশ সুপার ফরিদ উদ্দিন সার্কেল অফিসের সংস্কারের জন্য স্থানীয় সংসদ আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার ২ লক্ষ টাকা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এ অফিসের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে উপজেলা পরিষদ সহ জনপ্রতনিধিদের এগিয়ে আসার আহŸান জানান।
কানাইঘাট সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল করিমের সভাপতিত্বে ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত মোঃ ইমাম সাদিদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, শিক্ষানবিশ এএসপি অলিউজ্জামান রাজীব,০ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক মাসুক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারন সম্পাদ নিজাম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদল এখলাছুর রহমান, সহ-সম্পাদক আব্দুন নূর, কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, কানাইঘাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান সহ সিলেট জেলা পুলিশ রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সার্কেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে সকলের সাথে এক নৈশ্যভোজে যোগদান করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd