কমলগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

কমলগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাফি মিয়া (১৮) নামের একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার(২২ সেপ্টেম্বর) বিকাল পৌণে ৪ টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামুদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত শিশুর নাম ইমরান মিয়া (১০)। সে কমলগঞ্জ সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। সংঘর্ষে আহত ৫ জনের মধ্যে ৪ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানস কান্তি সিংহ জানান , দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর অবস্থায় শিশু ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত সাফি মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সড়ক দুর্ঘটনা ও এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..