সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় মো. আলী আহমেদ (৩০) ও মো. আব্দুস সালাম (৫৪) নামে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালান। অভিযানের সময় উপজেলার বুরহানপুর গ্রাম থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলী আহমেদ উপজেলার জামরর গ্রামের মো. আকতার আলীর ছেলে ও আব্দুস সালাম একই উপজেলার মনতৈল গ্রামের রফিক আলীর ছেলে
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাররকৃত আসামীদের সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd