৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় মো. আলী আহমেদ (৩০) ও মো. আব্দুস সালাম (৫৪) নামে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালান। অভিযানের সময় উপজেলার বুরহানপুর গ্রাম থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আহমেদ উপজেলার জামরর গ্রামের মো. আকতার আলীর ছেলে ও আব্দুস সালাম একই উপজেলার মনতৈল গ্রামের রফিক আলীর ছেলে

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাররকৃত আসামীদের সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..