সিলেট ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
সিলেটের শাহপরাণ থানাধীন শান্তিবাগ এলাকার ৩২ নং বাসার বাসিন্ধা, দৈনিক জনতা পত্রিকার সিলেটের ব্যুরো প্রধান, সিলেট প্রেসক্লাবের সদস্য ও সিলেট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন আহমদের উপর অর্তকৃত হামলার ঘটনা ঘঠেছে।
এ হামলা তিনি গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিক কামালের শান্তিবাগস্থ বাসায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে শাহপরাণ (রাঃ) থানার পুলিশ সদস্যরা এসে সন্ত্রাসী বাবুল আহমদকে গ্রেফতার করে নিয়ে যায়।
জানা যায়- সন্ত্রাসী বাবুল আহমদ (৩৬) সে কানাইঘাট উপজেলার দাবাধরনীমাটি গ্রামের মৃত তৈয়ব আলীর পূত্র। সাংবাদিক কামাল উদ্দিনের বাসায় আত্মীয়তার সুবাদে আসা যাওয়া করে। ওই সন্ত্রাসী বাবুল তার স্ত্রীর সাথে বিবাদ নিস্পত্তির জন্য সাংবাদিক কামালের বাসায় আসে। এমনকি একটি পারিবারিক বৈঠকও বসে।
ওই বৈঠক চলাকালীন অবস্তায় সন্ত্রাসী বাবুল সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে। এতে সাংবাদিক কামালের শরীলের বেশ কয়েকটি স্থানে আগাত করে পরে স্থানীয় তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং সন্ত্রাসী বাবুলকে আটক করে পুলিশে দেন।
এদিকে, এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সিলেটস্থ গোয়াইনঘাট সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আহমেদ মোস্তাকিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd